খাল দখলে জড়িত নূর ইসলাম জায়গাটি ছেড়ে দিয়ে গ্রামের মানুষের চলাচলের রাস্তার জন্য জমি দান করতে সম্মত হয়েছেন।
Published : 11 Apr 2025, 05:40 PM
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ‘খাল দখল-ভরাটে ৩ হাজার গ্রামবাসীর দুর্ভোগ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর গোপালগঞ্জের কোটালীপাড়ার সেই খালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে এ অভিযানে খাল দখলের সত্যতা মেলার পর বানারঝোড় গ্রামের বাসিন্দাদের জন্য রাস্তা নির্মাণেরও সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক।
বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত সংবাদটিতে বলা হয়, কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের বানারঝোড় গ্রামে যাতায়াতের ভরসা একটি খাল। শুষ্ক মৌসুমে খালপাড় দিয়ে হেটে আর বর্ষায় নৌকায় যাতায়াত করেন গ্রামের বাসিন্দারা।
কিন্তু এ খালটি দখলে নিয়ে বালু ভরাট করেছেন পাশ্ববর্তী টুঙ্গিপাড়া উপজেলার করফা গ্রামের প্রভাবশালী নূর ইসলাম শেখ ও তার ভাই সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য রফিক শেখ।
এতে চরম দুর্ভোগে পড়েছেন বানারঝোড় গ্রামের তিন হাজার মানুষ। এ ব্যাপারে মঙ্গলবার কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন বানারঝোড় গ্রামবাসী।
এই প্রতিবেদন প্রকাশের পরপরই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে কোটালীপাড়ার কান্দি ইউনিয়নের বানারঝোড় গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ঘটনাস্থলে গিয়ে তিনি বালু ভরাট করা এলাকা পরিমাপ করে খাল দখলের সত্যতা পান।
পরে কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধু, দখলদার নূর ইসলামসহ গণ্যমান্য ব্যক্তি ও বানারঝোড় গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে আলোচনা সভা হয়। সেখানে নূর ইসলাম জায়গাটি ছেড়ে দিয়ে গ্রামের মানুষের চলাচলের রাস্তার জন্য জমি দান করতে সম্মত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক বলেন, “বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত সংবাদ দেখে আমরা বৃহস্পতিবারই ওই খালে অভিযান পরিচালনা করি। অভিযানে ৫ কিলোমিটার দীর্ঘ প্রবাহমান এ খালের প্রবেশমুখে অবৈধ দখলদার সময়িকভাবে দখল করে বালু ভরাট করার সত্যতা পাওয়া যায়।
তিনি বলেন, “শুক্রবার থেকে খালটি পুনঃখনন কর্মসূচি শুরু করেছি। খাল খনন করার পর যে মাটি উঠবে সেই মাটি দিয়ে গ্রামবাসীর চলাচলের রাস্তা তৈরি করে দেওয়া হবে। রাস্তা তৈরির জন্য দখলদার কিছু জমিও দান করেছেন।”
যাতায়াদের ক্ষেত্রে বানোরঝোড় গ্রামবাসী যে দুর্ভোগ পোহাত, রাস্তা তৈরির পর তাদের সে দুর্ভোগ লাঘব হবে বলেও এ কর্মকর্তা আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এসব উদ্যোগ অব্যাহত থাকবে।
আগের সংবাদ