ঘুড়ি ওড়ানোর সাকরাইনে পুরান ঢাকার উৎসবের রঙ বদল
পৌষ মাসের শেষ দিন ‘সাকরাইন’ উৎসবে মাতলেন পুরান ঢাকার বাসিন্দারা। উৎসবের ঐতিহ্য ধরে রাখতে মঙ্গলবার ছাদে ছাদে ঘুড়ি ওড়ান তরুণ-তরুণীরা, চলে ঘুড়ি কাটাকাটির খেলাও। সময়ের পরিক্রমায় উৎসবে পরিবর্তনও এসেছে; সন্ধ্যার পর ফানুস-আতশবাজির সঙ্গে ছিল নাচগানের আয়োজনও।