যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশীয় রন্ধনশিল্পের ঐতিহ্য তুলে ধরবে এবারের আয়োজন।
Published : 11 Apr 2025, 09:30 AM
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ডস’।
আগামী ২৪ মে কুইন্সের ‘টেরেস অন দ্য পার্ক’-এ অনুষ্ঠানের মূল পর্ব আয়োজন করতে যাচ্ছে খলিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও তাদের সহযোগী প্রতিষ্ঠান খলিল ফুড ফাউন্ডেশন। সহ-আয়োজক হিসেবে আছে আশা গ্রুপ অব কোম্পানিজ।
তারা জানান, বিশ্বব্যাপী কারি রন্ধনশিল্পের প্রসার ও উদ্ভাবনকে সম্মান জানাতে এই আয়োজন। এতে বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, সৌদি আরব, জর্ডান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের শেফ ও রন্ধন বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। পেশাদার শেফদের পাশাপাশি হোম শেফদের জন্যও থাকছে আলাদা প্রতিযোগিতা।
এ উপলক্ষ্যে নিউ ইয়র্কের কুইন্স ও ব্রঙ্কসে দুটি প্রাক-পর্বের আয়োজন করা হয়েছে, যেখানে নির্বাচিত প্রতিযোগীদের মধ্য থেকে ‘বেস্ট হোম শেফ’ পুরস্কার দেওয়া হবে। পুরস্কার দেওয়ার জন্য গঠিত জুরি বোর্ডে আছেন রন্ধন বিশেষজ্ঞ, প্রশিক্ষক ও উদ্যোক্তারা।
এদিকে আয়োজনকে ঘিরে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন দেশের ক্যাটারিং ব্যবসায়ী, রেস্টুরেন্ট মালিক, খাদ্য-উদ্যোক্তা, ফুড ব্লগার ও মিডিয়া ব্যক্তিদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বাংলাদেশ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে কনটেন্ট নির্মাতা আদনান ফারুক হিল্লোল, ইউটিউবার ইফতেখার রাফসান ও ফুড ব্লগার নুসরাত ইসলামকে।
খলিল গ্রুপের মালিক মো. খলিলুর রহমান জানান, যুক্তরাষ্ট্রে কারি-নির্ভর রন্ধনশিল্পের ক্রমবর্ধমান প্রসারকে সম্মান জানাতেই এ আয়োজন। এবারের অনুষ্ঠান যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশীয় রন্ধনশিল্পের উপস্থিতি তুলে ধরবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা ও প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। ট্রফির জন্য তৈরি করা হয়েছে একটি স্বতন্ত্র নকশা।
আশা গ্রুপের প্রেসিডেন্ট আকাশ রহমান বলেন, “এ আয়োজন আন্তর্জাতিক মানে সম্পন্ন করতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে যুক্ত থাকবেন বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।”
সংস্কৃতি, স্বাদ ও সৃজনশীলতাকে একসঙ্গে তুলে ধরতেই এই উদ্যোগ, এটি অভিবাসী সমাজে দক্ষিণ এশীয় রন্ধন ঐতিহ্যের তাৎপর্যকে আরও দৃঢ় করবে বলে আয়োজকদের প্রত্যাশা।