“বাচ্চার হাতে অস্বাভাবিক একটা ভাঁজ পড়ছে। এতে আমরা বুঝতে পারি, তার হাত ভেঙে গেছে”, বলেন বাবা নূরের সাফা।
Published : 05 Apr 2025, 09:08 PM
ঢাকার মিরপুরে বেসরকারি ডেল্টা হাসপাতালে ‘ফটোথেরাপি’ নিতে যাওয়া এক নবজাতকের হাত ভেঙে ফেলার অভিযোগ তুলেছেন অভিভাবকরা।
বিষয়টি নিয়ে তারা শুক্রবার হাসপাতালের পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ দিয়েছেন দারুস সালাম থানাতেও।
জন্ডিসে আক্রান্ত নবজাতককে ফটোথেরাপি দেওয়া হয়। এ প্রক্রিয়ায় রোগীকে বেগুনি আলোর মধ্যে একটি নির্দিষ্ট সময় রাখতে হয়।
শিশুটিকে হাসপাতালের নবজাতক বিভাগে ভর্তি করা হয় গত বৃহস্পতিবার বিকাল ৪টায়। চিকিৎসা শেষে শুক্রবার সকালে বাসায় নেওয়া হয় তাকে।
শিশুটির বাবা নূরের সাফা অভিযোগে বলেছেন, শুক্রবার বেলা সোয়া ১১টায় তার সন্তানকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। বাসায় গিয়ে তারা বুঝতে পারেন, বাচ্চার ডান হাত ভাঙা।
অভিযোগে তিনি বলেন, শিশুটিকে হাসপাতাল থেকে বুঝিয়ে দেওয়ার সময় বলা হয়, ক্যানোলা থাকায় হাতে ব্যথা আছে। এ কারণে তারা বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছিলেন।
নূরের সাফা শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্তানের শরীরে বিলিরুবিনের মাত্রা বেশি থাকায় তারা ডেল্টা হাসপাতালে ভর্তি করান।
নূরের সাফা বলেন, বাসায় নেওয়ার পর ডান হাতে স্পর্শ করলেই শিশুটি কান্নাকাটি করছিল।
“হাতটা সামান্য উপরে তুলতে গেলেই বাচ্চা ব্যাপক কান্না করে; তার হাতে অস্বাভাবিক একটা ভাঁজ পড়ে। তখন আমরা বুঝতে পারি, হাত ভেঙে গেছে।”
নূরের সাফা বলেন, “ডেল্টা হাসপাতালে গিয়ে বিষয়টি জানালে সেখান থেকে বলা হয়, বাসায় কোনোভাবে হাত ভেঙেছে হয়ত।
“কিন্তু আমরা বাচ্চাকে কারো কাছে দিইনি। আর হাসপাতাল থেকে ফেরার পরেই বিষয়টি আমাদের নজরে আসে।”
শিশুটি ভর্তি ছিলেন হাসপাতালের পরিচালক অধ্যাপক এ কে এম খায়রুল আনাম চৌধুরীর অধীনে।
এ বিষয়ে কথা বলতে শনিবার ফোন করা হলেও তিনি ধরেননি।
ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসন বিভাগের নির্বাহী মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুটির চিকিৎসাসংক্রান্ত বিষয় নিয়ে তিনি কিছু বলতে পারবেন না। তবে শিশুটির বাবা তার কাছে অভিযোগ করেছেন।
“শিশুটিকে বাসায় নিয়ে যাওয়ার পর আবার তারা এসে বলেছেন, হাত ভেঙে গেছে। আমাদের চিকিৎসক বলেছেন, তারা বিলিরুবিনের চিকিৎসা করেছেন; এর সঙ্গে হাত ভাঙার সম্পর্ক নেই। তারপরও বিষয়টি আমাদের পরিচালক তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছেন।”