Published : 02 May 2025, 06:27 PM
দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে ব্যবস্থাপনায় ‘গুরুত্বপূর্ণ পরিবর্তন’ আনার কথা জানিয়েছে ‘এপেক্স ফুটওয়্যার লিমিটেডে’।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এপেক্স বলছে, কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর দিলীপ কাজুড়ী পদোন্নতি পেয়ে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন।
আর চিফ অপারেটিং অফিসার ফিরোজ মোহাম্মদ পদোন্নতি পেয়ে হয়েছেন চিফ এক্সিকিউটিভ অফিসার।
দিলীপ কাজুড়ী এপেক্স ফুটওয়্যার লিমিটেডে যোগদান করেন ২০০৯ সালে। আর ফিরোজ মোহাম্মদ যোগদান করে ২০২১ সালে। তারা কোম্পানির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একইসঙ্গে দুই কর্মকর্তার এই পদোন্নতি কোম্পানিতে ‘নতুন যুগের সূচনা’ করছে, যা সামনের দিনে নতুন সম্ভাবনার সুযোগ তৈরি করবে।