জাতীয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কমিটির সদস্য দিলশাদ আফরিনকে গত মঙ্গলবার ‘শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী' কাজের অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
Published : 11 Apr 2025, 04:45 PM
জুলাই অভ্যুত্থানে আহতদের সহয়তার নামে অর্থ নিয়ে 'আত্মসাতের' অভিযোগে জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জের এক নেত্রীকে পুলিশে দিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন।
দিলশাদ আফরিন নামে নগরিক কমিটির ওই সদস্যকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাতে ঢাকার রমনা থানায় যান ফাউন্ডেশনের কয়েকজন।
এ সময় ফাউন্ডেশনের আইন কর্মকর্তার দেওয়া একটি অভিযোগ আমলে নিয়ে দিলশাদকে গ্রেপ্তার করার কথা জানান রমনা থানার ওসি গোলাম ফারুক।
তিনি বলেন, "রাতে জুলাই ফাউন্ডেশন থেকে কয়েকজন দিলশাদ আফরিনকে সঙ্গে নিয়ে থানায় আসেন। বিভিন্ন সময় সহায়তার নামে ফাউন্ডেশন থেকে অর্থ নিয়ে দিলশাদ আত্মসাৎ করেছেন বলে আমাদের কাছে একটি অভিযোগ দেওয়া হয়েছে।
"এর প্রেক্ষিতে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে দিলশাদকে গ্রেপ্তার করা হয়েছে।"
গ্রেপ্তার দিলশাদ আফরিনকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
গত মঙ্গলবার ‘শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী' কাজের অভিযোগে জাতীয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কমিটির সদস্য দিলশাদ আফরিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, "জাতীয় নাগরিক কমিটির নিয়ম ও নীতিমালা অনুযায়ী দিলশাদ আফরিনের সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থি বলে প্রতীয়মান হয়েছে।"
'সব অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে' জাতীয় নাগরিক কমিটি থেকে দিলশাদকে বহিষ্কারের সিদ্ধান্ত মঙ্গলবার থেকে কার্যকরের কথা বলা হয় চিঠিতে।