Published : 03 May 2025, 03:03 PM
সেই বৃষ্টি
বৃষ্টি হয়ে আসে এক আলো
বজ্রগর্ভ মেঘে মেঘে ধূসর ধারালো,
ঝরে পড়ে চূর্ণ হয়ে মাটি ও জলের হৃদয়ে।
আমি যাকে বৃষ্টি মানি, সে কোথায়?
এখন কঠিন যা জলজ শ্যাওলা হয়ে সাগর বেলায়
ছড়ানো, ঘুমিয়ে থাকা আমার বিবেক
নির্মোহ চোখেও দেখি পার্থিব ক্ষোভের উদ্রেক।
শেষ কবে পৃথিবীর শুদ্ধতম প্রাণ
দেখেছে সে বৃষ্টি-মেঘ, যে আনে আলোর সন্ধান! আমাদের স্বার্থলোভী আরোহন কালে
আমার আত্মা কাঁপে, খোঁজে সত্য মেঘের আড়ালে।
কি বাতাস বিষবাষ্প বসে আছে পরীর ডানায়!
কে যে সবল হাতে মেঘ ছিঁড়ে সে বৃষ্টি নামায়!