Published : 01 May 2025, 10:07 PM
মিয়ানমারের রাখাইন রাজ্যে ‘মানবিক করিডোর’ দেওয়া নিয়ে আলোচনার মধ্যে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “ওইখানেই ফুলস্টপ দেন, আর এক পা-ও আগাবেন না।”
তিনি বলেন, “কক্সবাজারের ভূমি ব্যবহার করে রাখাইনে তথাকথিত সহায়তা পৌঁছানোর নামে মানবিক করিডোরের আলোচনা চলছে। সরকারকে বলব, ওইখানেই ফুলস্টপ দেন, আর এক পাও আগাবেন না।”
বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ার জিরাবো এলাকার জিরাবো উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শ্রমিক অধিকার পরিষদের সমাবেশে এসব কথা বলেন তিনি।
নুর বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর ঝুঁকি তৈরি হয়, এমন কোনও সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারসহ কাউকেই নিতে দেওয়া হবে না। সরকারের প্রতি সমর্থন-ভালোবাসা থাকলেও সরকার যা ইচ্ছে তাই করবে, সেটা মেনে নেওয়া হবে না।”
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি প্রসঙ্গে নুর বলেন, “অনতিবিলম্বে গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই গণহত্যার সহযোগী অন্য অঙ্গসংগঠনের মাফিয়া লুটেরাদের সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের কল্যাণে ব্যয় করতে হবে।
“কোনও কোনও উপদেষ্টার মধ্যে আমরা আপোষকামী মনোভাব লক্ষ্য করছি। তারা রিফাইন আওয়ামী লীগ আনতে চাচ্ছে। তাদের বলতে চাই, আগুন নিয়ে খেলবেন না।”
শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান এবং আইন বিষয়ক সম্পাদক শেখ শওকত হোসেন ফরহাদ বক্তব্য দেন।