Published : 30 Apr 2025, 10:37 PM
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হলো ১৮তম ‘বাংলাদেশ ডে প্যারেড’।
প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেস’ (বাফলা) আয়োজিত এ প্যারেডকে ঘিরে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
শনিবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জর্জিয়া স্টেট সেনেটের ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচিত সেনেটর শেখ রহমান।
উদ্বোধনী বক্তব্যে তিনি প্রবাসী বাংলাদেশিদের মার্কিন রাজনৈতিক ব্যবস্থায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি বলেন, “দেশীয় রাজনীতির প্রভাব থেকে বেরিয়ে এসে আমাদের আমেরিকান রাজনীতিতে জোরালো অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়ে নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখলে, বহুজাতিক এ সমাজে বাংলাদেশি কম্যুনিটির অধিকার প্রতিষ্ঠা সহজ হবে।"
তিনি আরও বলেন, “আমেরিকান স্বপ্ন বাস্তবায়নের জন্য বাংলাদেশি রাজনীতি পরিহার করা জরুরি। নতুন প্রজন্মকেও এই বিষয়টি উপলব্ধি করতে হবে—এটাই সময়ের দাবি। বর্তমানে যুক্তরাষ্ট্রের বহু সিটিতে বাংলাদেশি-আমেরিকানদের সংখ্যা বেড়েছে, কিন্তু আমরা এখনো মার্কিন মূলধারার রাজনীতিতে উল্লেখযোগ্যভাবে প্রতিষ্ঠা পেতে পারিনি।”
দুদিনব্যাপী এ অনুষ্ঠানের বিভিন্ন পর্ব উপস্থাপনায় ছিলেন আনিসুর রহমান মিলন, আঞ্জুমানআরা শিউলী, রোশনি আলম ও নজরুল আলম। আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন বাফলার সভাপতি রোশনি আলম ও সাধারণ সম্পাদক আঞ্জুমানআরা শিউলী।
অনুষ্ঠানে ছিল বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য প্যারেড, শিশুদের কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা।