Published : 01 May 2025, 07:02 PM
শ্রমজীবী মানুষের কাজের ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানিয়ে মে দিবস পালন করেছে বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ।
'ওরা কাজ করে, নগরে বন্দরে' প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার বিকেলে শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে গান, আবৃত্তি আর নৃত্যছন্দে শিল্পীরা শোনান শ্রমজীবী মানুষের জয়গান।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০৭ সাল থেকে গণসঙ্গীত সমন্বয় পরিষদ এই আয়োজনটি প্রতি বছর মে দিবসে করছে। কোভিড মহামারীর সময়ও স্বল্প পরিসরে আয়োজনটি হয়েছে।"
এবারের আয়োজনের মধ্য দিয়েও শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে থাকার প্রত্যয়ের কথা শোনান মানজার চৌধুরী।
তিনি বলেন, "আমরা চাই ন্যূনতম মজুরি যেন হয় ২০ হাজার টাকা এবং ৮ ঘণ্টার বেশি কাজ করলে সবাইকে ওভারটাইমের মজুরি দেওয়া হয়। শ্রমজীবী মানুষকে যেন তার প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত না করা হয়।"
অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, সমস্বর, ঋষিজ শিল্পী গোষ্ঠী, বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পী গোষ্ঠী, সুরতাল সঙ্গীত একাডেমি, উঠোন, সুরনন্দন।
একক গান পরিবেশন করেন- কাজী মিজানুর রহমান, অলোক দাশগুপ্ত, সমর বড়ুয়া, প্রলয় সাহা, ফয়জুল বারী ইমু, সুরাইয়া পারভীন, আবিদা রহমান সেতু ও এস এম মেজবাহ।
দলীয় নৃত্য পরিবেশন করেন স্পন্দন এবং বহ্নিশিখার শিল্পীরা। আবৃত্তি পরিবেশন করেন মাসুদুজ্জামান, সৈয়দ ফয়সল, নায়লা তারান্নুম চৌধুরী কাকলী ও মাহফুজা আক্তার মিরা।