নারী ক্রিকেট
Published : 01 May 2025, 05:42 PM
২০২৬ উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ভেন্যু চূড়ান্ত করেছে আইসিসি। শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি বৃহস্পতিবার এক বিবৃতিতে টুর্নামেন্টটির শুরু ও শেষের দিনক্ষণ ঘোষণা করে।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের পর্দা উঠবে আগামী বছরের ১২ জুন। ২৪ দিন ব্যাপী প্রতিযোগিতাটি শেষ হবে ৫ জুলাই, লর্ডসে ফাইনাল দিয়ে।
ইংল্যান্ডের মোট সাতটি ভেন্যুতে হবে টুর্নামেন্ট। লর্ডসের পাশাপাশি ম্যাচ আয়োজন করবে এজবাস্টন, হ্যাম্পশায়ার, হেডিংলি, ওল্ড ট্র্যাফোর্ড, দা ওভাল ও ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড।
মেয়েদের ২০১৭ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালও হয়েছিল লর্ডসে। সেবার ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল স্বাগতিক ইংল্যান্ড।
টি-টোয়েন্টির আসছে বৈশ্বিক আসরটিতে দল সংখ্যা বাড়িয়ে ১০টি থেকে ১২টি করা হয়েছে। ম্যাচ হবে মোট ৩৩টি।
স্বাগতিক ইংল্যান্ডসহ মোট আটটি দল সরাসরি খেলবে আগামী বছরের বিশ্বকাপে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২৪ আসরের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে জায়গা নিশ্চিত করা দলগুলো হলো- শিরোপাধারী নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।
ওই বছরের ২১ অক্টোবর মেয়েদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষ আটে থাকায় জায়গা পেয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। আর বাছাই পর্ব খেলে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করতে হবে বাকি ৪ দলকে।
দুটি গ্রুপে ভাগ করা হবে ১২ দলকে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে সেমি-ফাইনালে। এরপর হবে ফাইনাল।
টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি যথাসময়ে প্রকাশ করা হবে বলে বিবৃতিতে জানিয়েছে আইসিসি।