আইপিএল
Published : 02 May 2025, 12:13 AM
ফিল্ডারের হাতে ধরা পড়ার পর ক্রিজে কিছুক্ষণ ঠাঁই দাঁড়িয়ে রইলেন বৈভাব সুরিয়াভানশি। যেন বিশ্বাস হচ্ছিল না তার। আগের ম্যাচে চার-ছক্কার ঝড়ে রেকর্ডগড়া সেঞ্চুরি উপহার দেওয়া ১৪ বছর বয়সী ব্যাটসম্যান এবার দেখলেন মুদ্রার উল্টো পিঠ, ফিরলেন শূন্য রানে। তার দলও দাঁড়াতে পারল না প্রতিপক্ষের সামনে।
জয়পুরে বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসকে ১০০ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ২১৭ রানের পুঁজি গড়ে আইপিএলের প্রথম আসরের শিরোপা জয়ীদের ১১৭ রানে গুটিয়ে দিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
এই জয়ে নিজেদের একটি ‘গৌরব’ ধরে রাখল মুম্বাই। আইপিএলে এই নিয়ে ১৭ বার প্রতিপক্ষকে দুইশর বেশি রানের লক্ষ্য দিয়ে সবকটিতে জিতল তারা।
এবারের আসরে টানা ছয় জয়ে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল মুম্বাই। সমান ম্যাচে অষ্টম হারের তেতো স্বাদ পাওয়া রাজস্থান ছিটকে গেল প্লে-অফে যাওয়ার লড়াই থেকে। আগের দিন এই অভিজ্ঞতা হয় চেন্নাই সুপার কিংসের।
মুম্বাই এদিন ২১৭ রান করে স্রেফ ২ উইকেট হারিয়ে। ফিফটি করেন তাদের দুই ওপেনার। রায়ান রিকেলটন ৩৮ বলে ৬১ ও রোহিত শার্মা ৩৬ বলে করেন ৫৩ রান।
সুরিয়াকুমার ইয়াদাভ ও অধিনায়ক হার্দিক পান্ডিয়া, দুজনই সমান ৪৮ রান করেন সমান ২৩ বলে!
আগের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে ২১০ রানের লক্ষ্য তাড়ায় ২৫ বল হাতে রেখে ৮ উইকেটে জেতা রাজস্থান এবার মুম্বাইয়ের সামনে দাঁড়াতেই পারেনি।
ওই ম্যাচে ১১ ছক্কায় ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলা সুরিয়াভানশি এবার দুই বল খেলে পাননি রানের দেখা। প্রথম ওভারে পেসার দিপাক চাহারের ফুল লেংথ বলে মিড-অনে ক্যাচ দিয়ে ফেরেন টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।
পাওয়ার প্লেতেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় রাজস্থান। ৯১ রানে ৯ উইকেট হারানোর পর তাদের একশ হওয়া নিয়েই জেগেছিল শঙ্কা। ইংলিশ পেসার জফ্রা আর্চারের ২টি করে চার ও ছক্কায় ২৭ বলে ৩০ রানের ইনিংসে কোনোমতে ১১৭ পর্যন্ত যেতে পারে তারা। আর্চারের ইনিংসটিই তাদের সর্বোচ্চ।
মুম্বাইয়ের হয়ে ট্রেন্ট বোল্ড ২৮ রানে ও কার্ন শার্মা ২৩ রানে নেন ৩টি করে উইকেট। ১৫ রানে ২ শিকার ধরেন জাসপ্রিত বুমরাহ।