আইপিএল
Published : 01 May 2025, 09:42 PM
বাঁহাতি স্পিনার কুমার কার্তিকেয়াকে পরপর দুটি বাউন্ডারি মারলেন রোহিত শার্মা। প্রথমটিতে তিনি স্পর্শ করলেন একটি মাইলফলক, গড়লেন দারুণ এক কীর্তি।
বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে কোনো একটি দলের হয়ে ছয় হাজার বা এর বেশি রানের কীর্তি গড়লেন রোহিত। প্রথম জন তার স্বদেশি ভিরাট কোহলি।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ছয় হাজারের মাইলফলক ছুঁতে বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে রোহিতের প্রয়োজন ছিল ২৯ রান। নবম ওভারে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যান ৩৮ বছর বয়সী ওপেনার।
৯ চারে ৩৬ বলে ৫৩ রান করে ত্রয়োদশ ওভারে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।
এবারের আইপিএলে প্রথম ছয় ম্যাচে স্রেফ ৮২ রান (সর্বোচ্চ ২৬) করা ব্যাটসম্যান পরের চার ম্যাচে করলেন তিনটি ফিফটি।
মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে (আইপিএল ও বর্তমানে বিলুপ্ত চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি) ২৩১ ম্যাচে রোহিতের রান এখন ছয় হাজার ২৪। দুটি সেঞ্চুরির পাশে ফিফটি আছে ৩৮টি। দলটির হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও তার (২৬২টি)।
পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের হয়ে চার হাজার রানও নেই আর কারো। ২১১ ম্যাচে তিন হাজার ৯১৫ রান নিয়ে তালিকায় দুইয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ও মুম্বাইয়ের বর্তমান ব্যাটিং কোচ কাইরন পোলার্ড।
টি-টোয়েন্টিতে কোনো একটি দলের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডের চূড়ায় কোহলি আছেন ধরাছোঁয়ার বাইরে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২৭৭ ম্যাচে তার রান আট হাজার ৮৭১। ৮টি সেঞ্চুরির পাশে ফিফটি ৬৩টি।
কোহলি ও রোহিতের পর, এই তালিকায় তিন নম্বরে আছেন জেমস ভিন্স। হ্যাম্পশায়ারের হয়ে ইংলিশ ব্যাটসম্যানের রান পাঁচ হাজার ৯৩৪। চেন্নাই সুপার কিংসের হয়ে পাঁচ হাজার ৫২৮ রান করে সুরেশ রায়না চারে, একই দলের হয়ে মাহেন্দ্র সিং ধোনি পাঁচ হাজার ২৬৯ রান করে পাঁচে আছেন।