এই চুক্তির আওতায় টেলিটক সাশ্রয়ী মূল্যে উৎস বাংলাদেশকে ভয়েস ও ইন্টারনেট সেবাসহ বিভিন্ন কর্পোরেট ডিজিটাল সেবা দেবে।
Published : 16 Apr 2025, 09:13 PM
সুবিধাবঞ্চিত শিশুদের নিরাপদ, সুরক্ষিত, সুখী এবং স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠার অধিকার নিশ্চিত করার চেষ্টায় উৎস বাংলাদেশের সঙ্গে জোট বেঁধেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপরেটর টেলিটক।
টেলিটকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির আওতায় টেলিটক সাশ্রয়ী মূল্যে উৎস বাংলাদেশকে ভয়েস ও ইন্টারনেট সেবাসহ বিভিন্ন কর্পোরেট ডিজিটাল সেবা দেবে।
উৎস বাংলাদেশের পক্ষে নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার মাহমুদ এবং টেলিটকের পক্ষে অতিরিক্ত-মহাব্যবস্থাপক (বিক্রয এবং বিপণন) মো. সাইফুর রহমান খান চুক্তিতে সই করেন।
উৎস বাংলাদেশের জ্যেষ্ঠ-ব্যবস্থাপক নীলিমা আক্তার মজুমদার, টেলিটক বাংলাদেশ লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (কর্পোরেট সেলস) নীলমণি আইচসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।