অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি তিনি এখন থেকে নতুন দায়িত্বও সামলাবেন।
Published : 16 Apr 2025, 11:01 PM
বাংলাদেশ পুলিশের উদ্যোগে পরিচালিত কমিউনিটি ব্যাংক পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত।
আগের দায়িত্বের পাশাপাশি এখন থেকে তিনি নতুন দায়িত্বও পালন করবেন বলে বুধবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়ার ক্ষমতা সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালক পর্ষদের। কেন্দ্রীয় ব্যাংক তাতে অনাপত্তি দিলে ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ কার্যকর হয়। সে অনুযায়ী অনুমোদন পেলে এমডি হবেন কিমিয়া সাদাত।
২০০৩ সালে ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে চাকরি জীবন শুরু করেন সাদাত। কাজ করেছেন সিটি ব্যাংক ও এইচএসবিসি বাংলাদেশে। কমিউনিটি ব্যাংকে যোগদানের আগে মেঘনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
ব্যাংকিং খাতে ২২ বছরে বেশি অভিজ্ঞতা সম্পন্ন এ কর্মকর্তার দক্ষতা রয়েছে করপোরেট ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশনস, স্ট্রাকচার্ড ফাইন্যান্স ইউনিট, অফশোর ব্যাংকিং ইউনিট, ফরেন রেমিটেন্স ও এফআই রিলেশনশিপ, ব্র্যান্ড ও পাবলিক রিলেশনশিপ বিভাগে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগ থেকে এমবিএ সম্পন্ন করেন। ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট (আইএফসি, কানাডা) থেকে তার ‘সার্টিফায়েড ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট’ (সিএফসি) সনদ রয়েছে।