শান্তা ইজিএক্স বিনিয়োগকারীদের জন্য ‘আধুনিক, তথ্য ও প্রযুক্তিনির্ভর সমাধান’ হিসেবে কাজ করবে।
Published : 16 Apr 2025, 09:04 PM
শান্তা সিকিউরিটিজ তাদের নতুন মোবাইল অ্যাপ ‘শান্তা ইজিএক্স’ চালুর ঘোষণা দিয়েছে, যেখানে মার্কেট মনিটরিং এবং কাস্টমার সার্ভিসসহ বিভিন্ন ব্রোকারেজ সেবা পাবেন বিনিয়োগকারীরা।
বুধবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “শান্তা ইজিএক্স বিনিয়োগকারীদের জন্য আধুনিক, তথ্য ও প্রযুক্তিনির্ভর সমাধান হিসেবে কাজ করবে। অ্যাপটি সহজে লেনদেন, বাজার বিশ্লেষণ, গবেষণা প্রতিবেদন ও সময়োপযোগী খবর পেতে সাহায্য করবে; যার ফলে বিনিয়োগকারীদের সিদ্ধান্ত নেওয়া আরও সহজ হবে।”
এই অ্যাপে যা যা মিলবে
• এক প্ল্যাটফর্মে একাধিক ব্রোকারেজ সেবা
• মার্কেট ইনসাইট ও গ্রাহক সেবা সম্বলিত প্রথম প্ল্যাটফর্ম
• ঝামেলাহীন ফান্ড জমা ও উত্তোলন সুবিধা
• সহজলভ্য গবেষণা প্রতিবেদন ও বিশ্লেষণ
• সবশেষ সংবাদ ও ইভেন্টের আপডেট
• বিনিয়োগ সিদ্ধান্ত সহায়ক সহজ মার্কেট অ্যানালাইসিস
• ঝুঁকিহীন বন্ড ও আইপিও আবেদন প্রক্রিয়া
• রিয়েল-টাইম ট্রেডিং নোটিফিকেশন
শান্তা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আসাদুজ্জামান বলেন, “শান্তা ইজিএক্স-এর মাধ্যমে আমরা বিনিয়োগকারীদের জন্য আরও সহজ, স্মার্ট এবং কার্যকর বিনিয়োগ অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই।”