মামলাবাজি এবং ইরেশের জন্য ‘আহাজারি’
আসামির সঙ্গে সমঝোতা করতে গিয়ে পুলিশের বিরুদ্ধে টাকা নেয়ার যে অভিযোগ পাওয়া যাচ্ছে, সে টাকার ভাগ মামলার বাদীরাও পান বলে শোনা যাচ্ছে। আবার মামলা থেকে নাম বাদ দেয়ার জন্য বাদী আবেদন করবেন— এই মর্মে অনেক আসামির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন, এরকম অভিযোগও পাওয়া গেছে।