বৈসাবি নয়, পাহাড়ে আদিবাসীদের উৎসবকথা
ত্রিপুরাদের ‘বৈসুক’ থেকে বৈ, মারমাদের ‘সাংগ্রাইং’ থেকে সা, আর চাকমাদের ‘বিজু’ থেকে বি— এই তিন উৎসবের নামের আদ্যক্ষর জুড়ে তৈরি হয়েছে ‘বৈ-সা-বি’। সম্মিলিতভাবে উৎসব আয়োজনের এ উদ্যোগটি শুরু হয় ১৯৮৫ সাল থেকে। কিন্তু এটি আলাদা কোনো উৎসবের নাম নয়।