৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১
জন্মঃ ১৯৬৫, বরিশালে । নিউইয়র্কে অধ্যাপনায় নিয়োজিত । প্রকাশিত কাব্যগ্রন্থঃ সাঁকোশূন্য মহাদেশ (২০০১), একলব্য নিঃসীম নগরে (২০১০), সময়ব্যূহে অভিমন্যু (২০১৭), অদৃশ্যতায় দৃশ্যমান আমরা (২০২১), কালের খেয়ায় স্বপ্নময় শরীর (২০২২) , অনাসক্ত একমুঠো জল (২০২২)। উত্তর আমেরিকা থেকে প্রকাশিত ‘অগ্রবীজ” সাহিত্য এবং চিন্তা পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা সম্পাদক ।
কবি আপন মাহমুদ আমাদের মাঝে বেঁচে আছেন এইভাবে, ‘কারা যেন ঘুমের ভেতর ছেড়ে দিয়েছে রেলগাড়ি—সেই থেকে খুঁজে পাচ্ছি না ব্যক্তিগত নৌকা, ভাটিয়ালি…।’