১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
“আমি তো দেখেছি চিকিৎসকরা ফি নেন, রশিদ দেন না। এখন তারা রশিদ দিলে একটা ডকুমেন্ট থাকবে।”
“এখানে আপনাদের রিল্যাক্স হওয়ার কোনো সুযোগ নাই। এটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন।”
নীতি গ্রহণের ক্ষেত্রে সবসময় জনগণের চাওয়া পূরণ করা যায় না মন্তব্য করে তিনি।
দিনভর দফায় দফায় বৈঠক হয়েছে। তবে রেলের রানিং স্টাফরা অবস্থান থেকে সরেননি, দাবি আদায়ে অনড় ছিলেন তারা।
“এখন তারা যদি বলে আরো সবগুলো একসাথে দিতে হবে, এখন আমাদের অর্থের সংকুলান তো করতে হবে।“
অনুষ্ঠানে বক্তব্যের শুরুতেই অর্থ উপদেষ্টা বলেন, “ভুল বোঝাবুঝি ও সন্দেহের কারণে অনেক কথা হচ্ছে। আমি ব্যবসায়ীদের নিশ্চিত করতে পারি, আমাদের কোনো বাজে এজেন্ডা নেই।”
“রাজস্ব ব্যবস্থাপনায় আমাদেরকে আধুনিক যুগে প্রবেশ করতে হবে,” বলেন তিনি।
“এত কম ট্যাক্স দিয়ে কীভাবে চান যে আপনাকে সবকিছু দেব? এটা প্রত্যাশা করা ঠিক হয় না,” বলেন তিনি।