মামলায় দাবি, অ্যাপলের অ্যাপ স্টোর কমিশন অন্যায্য এবং এটি বাজার প্রতিযোগিতাকেও দমন করছে। ফলে অ্যাপ কিনতে বাড়তি অর্থ গুণতে হচ্ছে ভোক্তাদের।
Published : 14 Jan 2025, 03:25 PM
অ্যাপ স্টোরের কমিশন নিয়ে যুক্তরাজ্যে একশ আশি কোটি ডলারের এক মামলার মুখে পড়েছে অ্যাপল।
টেক জায়ান্টির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, অ্যাপ স্টোরের মাধ্যমে অ্যাপ ডেভেলপারদের উপর ৩০ শতাংশ কমিশন আরোপ করে নিজেদের একচেটিয়া আধিপত্যের অপব্যবহার করছে অ্যাপল।
যুক্তরাজ্যের প্রায় দুই কোটি আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীর পক্ষে দায়ের করা এ মামলায় অভিযোগ, অ্যাপলের এই বাড়তি চার্জের কারণে ১৫০ কোটি পাউন্ড বা ১৮০ কোটি ডলার পর্যন্ত খরচ হয়েছে ব্রিটিশ ভোক্তাদের।
‘কম্পিটিশন আপিল ট্রাইব্যুনাল’-এর নতুন ‘ক্লাস অ্যাকশন’ কাঠামোর আওতায় আনা মামলাটি ব্রিটেনে কোনো বড় প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে এ ধরনের মামলা এটিই প্রথম বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এমন অন্যান্য ভাবষ্যত মামলার জন্য ভিত্তি হয়ে উঠতে পারে এ মামলাটি, যেখানে গুগল, মেটা ও অ্যামাজনের মতো অন্যান্য প্রযুক্তি জায়ান্টের সঙ্গে বেশ কয়েকটি হাই-প্রোফাইল মামলা অপেক্ষা করছে।
মামলায় দাবি, অ্যাপলের অ্যাপ স্টোর কমিশন অন্যায্য এবং এটি বাজার প্রতিযোগিতাকেও দমন করছে। ফলে অ্যাপ কিনতে বাড়তি অর্থ গুণতে হচ্ছে ভোক্তাদের।
অভিযোগকারীদের আইনজীবীরা বলেছেন, লাখ লাখ অ্যাপল ভোক্তার আর্থিক ক্ষতি করেছে অ্যাপ স্টোরের এই বাড়তি কমিশন।
এদিকে, এ মামলাটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে অ্যাপল এবং নিজেদের সমন্বিত আইওএস ইকোসিস্টেমের সুবিধার উপর জোর দিয়েছে মার্কিন টেক জায়ান্টটি।
যুক্তরাজ্যে একই ধরনের মামলা শুরুর কথা রয়েছে গুগলের বিরুদ্ধেও, যেখানে এক হাজার একশ কোটি ডলারের মামলার মুখে পড়তে পারে কোম্পানিটি।
২০২৫ সালের শেষ দিকে গুগলের বিরুদ্ধে শুরু হতে পারে এ মামলা। অ্যাপ ডেভেলপারদের প্লে স্টোরে প্রবেশের জন্য গুগলের কমিশন কাঠামোর ওপর ভিত্তি করে হতে পারে এটি।