দুয়ার সার্ভিসেস গত বছরের ২৭ এপ্রিল কিউআইওর মাধ্যমে পাঁচ কোটি টাকা উত্তোলনের জন্য আবেদন করে।
Published : 14 Jan 2025, 04:26 PM
আর্থিক তথ্যে পরিবর্তন ও গরমিলের অভিযোগ ওঠায় পুঁজিবাজারের তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা আইটি খাতের প্রতিষ্ঠান দুয়ার সার্ভিসেস পিএলসির কিউআইও সাবস্ক্রিপশন স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
এসএমই বোর্ডে তালিকাভুক্তির প্রক্রিয়ায় ছিল প্রতিষ্ঠানটি। এজন্য কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) এর আওতায় শেয়ারের আবেদনের সময় ছিল ২৩ জানুয়ারি পর্যন্ত।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞিপ্তিতে বলেছে, “পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় দুয়ার সার্ভিসেস পিএলসির কিউআইওর সাবস্ক্রিপশন স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, পাশাপাশি উক্ত বিষয়ে তদন্তের জন্য বিএসইসি ও ডিএসইর কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”
নিয়ন্ত্রক সংস্থা বলেছে, “সম্প্রতি কোম্পানির সাথে তার বিভিন্ন গ্রাহকের সেবা সংক্রান্ত চুক্তি, কোম্পানির আয় ও মুনাফা সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ কমিশনের দৃষ্টিগোচর হয়।
সেই প্রেক্ষিতেই কমিশন সার্বিক বিষয় খতিয়ে দেখতে কিউআইওর সাবস্ক্রিপশন স্থগিতের সিদ্ধান্তটি নিয়েছে।
কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
দুয়ার সার্ভিসেস গত বছরের ২৭ এপ্রিল কিউআইওর মাধ্যমে পাঁচ কোটি টাকা উত্তোলনের জন্য আবেদন করে।
একই বছরের ৯ জুন শর্তসাপেক্ষে অভিপ্রায়পত্র (লেটার অব ইনটেন্ট) দেওয়া হয়। এরপর গত ৫ ডিসেম্বর সম্মতিপত্র দিলে কিউআইও অফারের মাধ্যমে শেয়ারের আবেদনের জন্য ১৯ থেকে ২৩ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়।