ইংলিশ ফুটবল
৮১ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও ব্রেন্টফোর্ডের বিপক্ষে জিততে পারেনি ম্যানচেস্টার সিটি।
Published : 15 Jan 2025, 12:21 PM
জয়ের দুয়ারে গিয়ে পয়েন্ট হারানোর পর পুরোনো হতাশা আবার উঁকি দিল পেপ গুয়ার্দিওলার মনে। ম্যানচেস্টার সিটির কোচের মতে, চোটের কারণে সেরা পছন্দের কয়েকজন ফুটবলারকে না পাওয়াতেই দলের এই অবস্থা। বিশেষ করে, রক্ষণভাগে তিনি অনুভব করছেন বড় শূন্যতা।
ব্রেন্টফোর্ডের মাঠে শেষ মুহূর্তে রক্ষণ সামলাতে না পারার খেসারতই দিতে হয়েছে ম্যানচেস্টার সিটিকে। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে মঙ্গলবার ৬৬ ও ৭৮ মিনিটে দুটি গোল করে সিটির জয়ের সম্ভাবনা জাগান ফিল ফোডেন। ব্রেন্টফোর্ড একটি গোল ফিরিয়ে দেয় ৮২তম মিনিটে। পরে ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটের গোলে সিটির মুঠো থেকে একটি পয়েন্ট বের করে নেয় তারা।
বেশ কজন ফুটবলারের চোটের কারণে এই মৌসুমে সিটিকে ভুগতে হয়েছে প্রবলভাবে। এটা নিয়ে অনেকবারই আক্ষেপ করেছেন গুয়ার্দিওলা। তাদের কয়েকজন সেরে উঠে ফিরেছেন মাঠে। তবে রক্ষণভাগে রুবেন দিয়াস, জন স্টোন্স, মাঝমাঠের বড় ভরসা রদ্রি এখনও মাঠের বাইরে।
এই ম্যাচে পয়েন্ট হারানোর পর চোটাক্রান্ত ফুটবলারদের ঘাটতিকেই দায় দিলেন ম্যানচেস্টার সিটির কোচ।
“আমাদের এখন ভিন্ন ধরনের ফুটবলার নিয়ে খেলতে হচ্ছে… শেষ পর্যন্ত আমরা পরিস্থিতি সামলাতে পারিনি। তারা ছয়-সাত জন ফুটবলার বক্সে রেখেছে, কখনও কখনও ক্রস এসেছে উড়ে। অনেক সময় তারা আমাদের চেয়ে শ্রেয়তর ছিল। তারা বেশ লম্বাও, (হেডিংয়ে) আমাদের চেয়ে শক্তিশালী।”
শেষ সময়ে গোল হজম করে পয়েন্ট হারানোর আগে ম্যাচের শুরু থেকে লম্বা সময় গোল করতেও পারছিল না সিটি। বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে তারা। পরে ফোডেন জোড়া গোল করেন বটে। তবে আক্রমণভাগের পরফরম্যান্সেও সন্তুষ্ট নন গুয়ার্দিওলা। পাশাপাশি প্রতিপক্ষকেও কৃতিত্ব দিলেন তিনি।
“আজকে অনেক কিছুরই অভাব ছিল আমাদের, বিশেষ করে আক্রমনভাগে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। আরও কিছু জায়গায়, যখন আমরা ছুটতে পারতাম, লম্বা বল জিতে এগোতে পারতাম দ্রুততায়, এসব মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি।”
“প্রতিপক্ষকেও কৃতিত্ব দিচ্ছি। ব্রেন্টফোর্ড সবসময়ই কঠিন, সত্যিই কঠিন এক প্রতিপক্ষ। তারা নিজেদের প্রতি সৎ একটি দল, অকৃপণ দল। তাদের খেলার ধরন আমার ভালো লাগে। তবে আজকে আমাদের সুযোগ ছিল।”
এই ড্রয়ের পর ২১ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয়ে আছে ম্যানচেস্টার সিটি, ২১ পয়েন্ট নিয়ে দশে ব্রেন্টফোর্ড। ২০ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল।