“বুদ্ধি খাটিয়ে মুখ সরিয়ে নিয়েছিলাম, না হলে বুলেট সোজা এসে আমার চোখে লাগত এবং আমি অন্ধ হয়ে যেতাম।"
Published : 15 Jan 2025, 01:26 PM
রজত জয়ন্তীতে ফের মুক্তির পর ‘কাহো না পেয়ার হ্যায়’ সিনেমার শুটিং নিয়ে নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে।
বলিউডহাঙ্গামা লিখেছে, শুটিংয়ের সময় নায়িকা আমিশা পাটেল গুলিবিদ্ধ হয়েছিলেন; আর নায়ক হৃত্বিক রোশান পিঠের হাড় ফাটিয়ে ভর্তি ছিলেন হাসপাতালে।
মূল পাত্রপাত্রীর ওই বেহাল অবস্থা হলে সিনেমার শুটিং ছয়মাস বন্ধ রাখতে হয়েছিল পরিচালক রাকেশ রোশানকে।
আমিশার গুলি লেগেছিল সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিংয়ের সময়।
নায়িকা বলেন, “ক্লাইম্যাক্সের কিছু দৃশ্য পরিচালক নতুন করে শুট করতে চাইলেন। কাজ শুরু হল। হঠাৎ করে একটি বুলেট এসে আমার শরীরে আঘাত লাগে। উপস্থিত বুদ্ধি খাটিয়ে মুখ সরিয়ে নিয়েছিলাম, না হলে বুলেট সোজা এসে আমার চোখে লাগত এবং আমি অন্ধ হয়ে যেতাম।"
আর হৃত্বিকের আঘাত নিয়ে আমিশা বলেছেন, ভোর চারটার দিকে হৃত্বিকের দৃশ্যের শুটিং হচ্ছিল।
“হৃত্বিক এত জোরে আঘাত পেয়েছিল যে সেই শব্দ আমরা শুনতে পাই। লোকজন তাকে নিয়ে দৌড়ে হাসপাতালে যায়। ডাক্তার জানান যে হৃত্বিকের পিঠের হাড় ফেটে গেছে।"
সিনেমা মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে চলতি মাসের ১০ তারিখে ‘কহোনা পেয়ার হ্যায়’ ফের মুক্তি পায়। ১৪ তারিখে সিনেমাটি মুক্তির তারিখ ঠিক করে রাখা হলেও, ১০ তারিখে হৃত্বিকের জন্মদিন হওয়ায়, নতুন করে মুক্তির জন্য ওই দিনটিকে বেছে নেওয়া হয়।
২০০০ সালে মুক্তি পায় ‘কাহো না পেয়ার হ্যায়’। অভিনেতা প্রযোজক রাকেশ রোশান নিজের ছেলেকে নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রথমেই তাকে নিয়ে আসেন এক প্রেমের সিনেমায়। যেখানে নায়িকা ছিলেন আমিশা পাটেল।
মুক্তির পর হৃত্বিকের প্রথম সিনেমা ঝড় তোলে দেশ ও দেশের বাইরেও।
‘কাহো না পেয়ার হ্যায়’ সিনেমায় ‘অনবদ্য অভিনয়’ উপহার দিয়ে সেরা অভিনেতা এবং সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন হৃতিক।
১০ কোটি রুপি বাজেটের এ সিনেমা ঘরে তোলে ৮০ কোটি রুপির বেশি।
‘কহো না প্যায়ার হ্যায়’ সিনেমায় হৃতিক-আমিশা ছাড়াও অনুপম খের, ফরিদা জালাল, সতীশ শাহ, মোহনিশ বেহল, দলীপ তাহিল, আশিস বিদ্যার্থী, এবং ব্রজেশ হিরজিসহ আরো অনেকে অভিনয় করেছেন। তবে কেবল সিনেমার গল্প নয়, এর গানগুলিও দারুণ জনপ্রিয় হয়েছিল।