আধিপত্য বিস্তার নিয়ে পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হোসেনের অনুসারীদের সঙ্গে যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে স্থানীয়দের ভাষ্য।
Published : 14 Jan 2025, 02:14 PM
চট্টগ্রামের মীরসরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনার পর পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসানসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে মীরসরাই পৌর সদরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জাহিদ হাসান মুন্না (২২) মীরসরাই পৌর স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছেন পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হোসেন।
মীরসরাই থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে মীরসরাই পৌর সদরে মুন্নাকে কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, হত্যাকাণ্ডের পর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হোসেনের অনুসারীদের সঙ্গে যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে উপজেলা স্টেডিয়ামে শিল্পমেলার গেইটে জাহিদ হোসেন ও কামরুল হাসানের অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষের এক পর্যায়ে জাহিদ হাসান মুন্নাকে কুপিয়ে আহত করা হয়।
অভ্যন্তরীণ বিরোধের কথা অস্বীকার করে মীরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুন্না পৌরসভা স্বেচ্ছাসেবক দলের কর্মী। গতকাল মেলায় দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়েছিল। এরপর মেলার বাইরে তারা (মুন্না) দাঁড়িয়ে গল্প করছিল। সেখানে অপর একটি পক্ষ গিয়ে মুন্নাকে কুপিয়ে জখম করে।
“আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। আগে কখনও কিছু হয়নি। আমরা সবাই এক। ওর (কামরুল) সাম্প্রতিক সময়ের কিছু কর্মকাণ্ড দলের বদনাম হয়েছে; এটাই জাস্ট- আর কিছু না।”