সফরে গিয়ে পরিবারের সঙ্গে আর ইচ্ছেমতো থাকতে পারবেন না কোহলি-রোহিতরা, দলের সবাইকে মাঠ যেতে হবে একসঙ্গে টিম বাসে।
Published : 15 Jan 2025, 11:05 AM
সফরে ভারতীয় ক্রিকেটারদের জন্য কঠোর বিধিনিষেধ ফিরিয়ে আনছে ভারতীয় বোর্ড-বিসিসিআই। কোভিড মহামারির সময় যে নিয়মে ছাড় দেওয়া হয়েছিল, সেখানেই আবার কঠোর হচ্ছে বোর্ড। গত কয়েক বছরের মতো তাই সফরে গিয়ে পরিবারের সঙ্গে ইচ্ছেমতো সময় কাটাতে পারবেন না ক্রিকেটাররা।
এখন থেকে ৪৫ দিন বা এর বেশি দীর্ঘ সফরের ক্ষেত্রে ক্রিকেটারদের সঙ্গে সঙ্গিনী ও সন্তানরা থাকতে পারবেন সর্বোচ্চ ১৪ দিন। এর মধ্যে প্রথম দুই সপ্তাহে একদমই থাকতে পারবেন না কেউ।
৪৫ দিনের কম সফরে ক্রিকেটারদের সঙ্গে সর্বোচ্চ এক সপ্তাহ থাকতে পারবেন পরিবারের সদস্যরা।
আগে এই বিধিনিষেধ ভারতীয় বোর্ডের কেন্দ্রীয় চুক্তির অংশ ছিল। তবে কোভিড মহামারির সময় ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে এখানে ছাড় দেওয়া হয়েছিল।
সম্প্রতি অস্ট্রেলিয়ায় সফরে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৩-১ ব্যবধানে হারার পর দেশে ফিরে শনিবার মুম্বাইয়ে প্রথমবারের মতো একত্রিত হয়েছিলেন প্রধান নির্বাচক আজিত আগারকার, প্রধান কোচ গৌতাম গাম্ভির ও অধিনায়ক রোহিত শার্মা। পরিবার নিয়ে আগের নিয়ম ফিরে আসার কথা তখন জানিয়ে দেওয়া হয় তাদের।
সফরে পরিবারের সদস্যদের থাকার আবাসন খরচ বোর্ডই বহন করে থাকে, ভ্রমণ খরচ বহন করেন তারা নিজেরা। এই ধারা আগের মতোই থাকবে।
বিশ্বজুড়েই ক্রীড়া সংস্থাগুলো এই ব্যাপারটি নিয়ে নানা সময়েই প্রশ্ন তুলে আসছে, নানা নিয়ম করছে- সফরে বা টুর্নামেন্টের সময় ক্রীড়াবিদদের সঙ্গে পরিবারের সদস্যসের থাকতে দেওয়া উচিত কি না বা হলেও সেটা কতদিনের জন্য। আইপিএল দল চেন্নাই সুপার কিংসে যেমন, পরিবার নিয়েই ক্রিকেটারদের থাকতে দেওয়া হয়। তাদের ক্ষেত্রে ক্রিকেটারদের পারফরম্যান্সে এটা ইতিবাচক প্রভাব রাখছে বলে মনে করেন তারা। আইপিএলের সফলতম দল তারা।
আবার উল্টো নজির অসংখ্য আছে। ২০১৯ কোপা আমেরিকায় ব্রাজিলের শিরোপা জয়ের আসরে সঙ্গিনীদের সঙ্গে থাকতে দেওয়া হয়নি। ২০১২ অলিম্পিকসে অস্ট্রেলিয়ান সাঁতারুদের ক্ষেত্রেও এই কঠোরতা ছিল। এটা নিয়ে তখন তুমুল সমালোচনাও হয়েছিল। একাকিত্ব ও নিরুৎসাহিতার কথা বলেছিলেন তখন সাঁতারুরা।
ভারতীয় দলে পরিবারের উপস্থিতি নিয়ে এবারের আগে সবশেষ শোরগোল হয়েছিল ২০১৮ সালে। সেই সময়ের অধিনায়ক ভিরাট কোহলি অনুরোধ করেছিলেন নিয়মটি শিথিল করতে।
ভারতের এখনকার প্রধান কোচ গাম্ভির সেই সময়ে ইন্ডিয়া টুডেকে বলেছিলেন, “ক্রিকেটারদের মতামত এক্ষেত্রে একেকজনের একেকরকম। এটা কেবল একেক ক্রিকেটার নিজেই বলতে পারবে, তার জন্য কোনটি জরুরি। কোনো কোনো ক্রিকেটার পুরো সফরেই পরিবারকে সঙ্গে চায়। কেউ কেউ চায় স্রেফ কিছুটা সময় পরিবার সঙ্গে থাকুক, কারণ ওই ক্রিকেটাররা নিজের মতো করে খেলায় মনোযোগ দিতে চায়। সিদ্ধান্ত যেটাই হোক, ভারতীয় ক্রিকেটের সবচেয়ে ভালোর জন্যই নেওয়া উচিত।”
আরেকটি যে নিয়মে কঠোরতা ফিরিয়ে আনছে ভারতীয় বোর্ড, সেটি হলো, অনুশীলনে ও ম্যাচ খেলতে মাঠে যাওয়ার সময় সবাইকে টিম বাসে থাকতে হবে। এই নিয়ম বরাবরই ছিল। তবে সাম্প্রতিক সময়ে কেউ কেউ ব্যক্তিগতভাবে মাঠে গিয়েছেন।