”এরইমধ্যে আমাদের তিনটি দাবির মধ্যে দুটি মেনে নেওয়ায় আমরা অনশন কর্মসূচি প্রত্যাহার করছি,” বলেন আন্দোলনরত এক শিক্ষার্থী।
Published : 13 Jan 2025, 08:39 PM
শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা অনশন ভেঙে সচিবালয় ছেড়েছে; তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত 'কমপ্লিট শাটডাউন' চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
সোমবার সন্ধ্যা ৭টায় সচিবালয়ের সামনে অনশন প্রত্যাহারের ঘোষণা দেন উদ্ভিদবিদ্যা বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব।
তিনি বলেন, “আগামী বুধবার মন্ত্রণালয়ের সভায় প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর হবে বলে আশ্বাস পেয়েছি। সেই বৈঠকে অস্থায়ী আবাসনসহ আমাদের তিনটি দাবি নিয়ে আলোচানা হবে। এরইমধ্যে আমাদের তিনটি দাবির মধ্যে দুটি মেনে নেওয়ায় আমরা অনশন কর্মসূচি প্রত্যাহার করছি।”
‘শাটডাউন’ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাস শাটডাউন থাকবে। বুধবারের সভার সুনির্দিষ্ট সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।”
এসময় অনশনরত আরেক শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, “কিছুক্ষণ আগে একটা চিঠি এসেছে। সেই চিঠিতে দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে আমরা আশার আলো দেখতে পাচ্ছি। ১৫ তারিখে সভা হবে, সেখানে আমাদের তিনটি দাবি নিয়েই যথযথ প্দক্ষেপ নেওয়া হবে। তাই আমরা অনশন প্রত্যাহার করছি।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর করাসহ তিন দফা দাবি আদায়ে ক্যাম্পাসে অনশনরত শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে সোমবার বিকালে সচিবালয় ঘেরাও করে অনশন ও বিক্ষোভ শুরু করে।
পরে সন্ধ্যা ৭টায় শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের সেনাবাহিনীকে কাজ দেওয়ার বিষয়ে চিঠি সংশোধনের আশ্বাস দেওয়া হয়। পরে তারা অনশন প্রত্যাহার করে নেন।
শিক্ষার্থীরা বলেন, সংশোধন করে দ্বিতীয়বার পাঠানো মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, সেনাবাহিনীকে কাজ বুঝিয়ে দিতে সম্পূর্ণ প্রক্রিয়া বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ে বুধবার সভা ডাকা হয়েছে। সেখানে আলোচ্যসূচি হিসেবে থাকবে প্রকল্পের অগ্রগতির পাশাপাশি প্রকল্পটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বাণী ভবন ও হাবিবুর রহমান হল স্টিল স্ট্রাকচারের মাধ্যমে নির্মাণ করে আবাসন সমস্যার সাময়িক অবসান করা।
এর আগে সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষা মন্ত্রণালয় একটি চিঠি দেয়, তাতে বলা হয়েছে সেনাবাহিনীকে কাজ বুঝিয়ে দিতে সম্পূর্ণ প্রক্রিয়া বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ে একটি সভা ডাকা হয়েছে বুধবার।
শিক্ষা মন্ত্রণালয়ের ওই চিঠিকে 'অসম্পূর্ণ' বলে তা সংশোধনের আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলেছিলেন বিকাল ৪টার মধ্যে চিঠি সংশোধন না করলে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন।
পরে বেঁধে দেওয়া সময়ের মধ্যে মন্ত্রণালয় থেকে কোনো সাড়া না পাওয়ায় বিকাল ৪টার পরপর অনশনকারী শিক্ষার্থীরা রিকশা-ভ্যানে করে সচিবালয়ের উদ্দেশে রওনা হন। পরে সেখানে গিয়ে অনশন শুরু করেন এবং অন্য শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন।
আরও পড়ুন
চিঠি সংশোধনের দাবি নিয়ে সচিবালয়ে জবির অনশনকারীরা
দাবি আদায়ে অনড় জবি শিক্ষার্থীরা
জবিতে 'কমপ্লিট শাটডাউনে' অনশনরতরা
জবির দ্বিতীয় ক্যাম্পাস: মধ্যরাতে অনশনস্থলে ছাত্রীরা, অসুস্থ ১৪
দ্বিতীয় ক্যাম্পাস: উপাচার্যের অনুরোধও প্রত্যাখান অনশনরত জবি শিক্ষার্থীদের
সেনাবাহিনী কবে কাজ পাবে, নির্দিষ্ট করে বলা 'সম্ভব নয়': জবি উপাচার্য
দ্বিতীয় ক্যাম্পাস: জগন্নাথের অনশনে আরও শিক্ষার্থী
দ্বিতীয় ক্যাম্পাস: অনশনে বসেছেন জগন্নাথের ১২ শিক্ষার্থী