তদন্ত কর্মকর্তার আবেদনে শুনানি নিয়ে বুধবার ঢাকা মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন।
Published : 15 Jan 2025, 01:38 PM
আন্দোলনের মধ্যে গুলিতে ঢাকা কলেজের শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকা মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন।
নিউমার্কেট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সকাল সাড়ে ৯টার দিকে কারাগার থেকে সালমান ও পলককে আদালতে হাজির করা হয়।
তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেতে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক মো. ওমর ফারুক।
এসময় আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিলসহ জামিন চান। শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের দাবি জানান। দুইপক্ষের শুনানি নিয়ে আসামিদের রিমান্ডে পাঠানোর আদেশ দেন বিচারক।
মামলার অভিযোগে বলা হয়েছে, “বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন। ওই সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিলে গুলি করে এবং হামলা চালায়। এতে চোখে ও নাকে রাবার বুলেটে বিদ্ধ হয়ে আহত হন ঢাকা কলেজের শিক্ষার্থী মো. শামিম। আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।"
এ ঘটনায় গত ২৮ নভেম্বর মো. শামীম বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।