Post by: কাজী জেসিন

কাজী জেসিনের পাঁচটি কবিতা

কাজী জেসিন | 5-Feb-2019  

ইতিহাস এক বিশাল ঘাতক আমি জানি কোনো লেখাই আমার কবিতা হয় না আর শব্দগুলোকে যে তাও রাখি যত্ন করে অসুখ-বিসুখ ভালো করে সাজিয়ে-গুজিয়ে তালে -তালে ত্রিভুবনে উল্টে-পাল্টে রাখি থরে-থরে জানি আর কোনো লেখাই কবিতা হয় না আমার তবু কক্ষনো আর মানুষ নিংড়ে যে-শব্দমালা কর্পূরের মতো উড়ে যায় ইয়েমেনে মৃত্যুগুলি যেভাবে বাজায় ঢোল পৃথিবীর দুর্ভিক্ষের উপরে […]