সালমান রুশদির চোখে: মারিও বার্গাস ইয়োসার ‘মহাপ্রলয়ের যুদ্ধ’
তাঁর কল্পনাপ্রসূত মসিহ, পথপ্রদর্শক, কেবল একটি সাম্প্রতিক উদাহরণ দিয়ে বললে, শিখ নেতা, সন্ত জার্নাইল সিং ভিন্দ্রানওয়ালের পূর্বাবির্ভাব হয়ে দাঁড়ায়, যে কিনা ভারতীয় সেনাবাহিনীর গুলিতে মারা যায় অমৃতসরের বিখ্যাত স্বর্ণমন্দিরে, যে-মন্দিরটি নিজেই বার্গাস ইয়োসার কাল্পনিক, খ্রিস্টীয় ‘কানুদোস’-এর একটি জলজ্যান্ত বাস্তব সংস্করণ।